হৃদয় বিদারক পাগলাপীর বাজার স্কুল থেকে একটা সামাজিক অনুষ্ঠানে ছাত্রীদের বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল। ছবির এই মেয়েটি সেখানে তার দাদীমাকে খুঁজে পায়। ইতিপূর্বে বারংবার সে বাবা- মায়ের কাছে দাদীর বিষয়ে জানতে চেয়েছিল, তাকে জানানো হয় দাদীমা আত্মীয়দের বাড়ি গেছেন। এ কোন সমাজ গড়ে উঠেছে আমাদের চারপাশে......!!!! বৃদ্ধা শ্রম নয়,পরিবারই হোক বাবা মায়ের নিরাপদ আবাস। "বৃদ্ধা শ্রম যেনো কোনো বাবা মায়ের শেষ ঠিকানা না হয়"। আপনি জীবনের প্রথম হাটা শিখেছিলেন বাবা মায়ের হাতধরে..... তেমনি আপনার বাবা মার জীবনে শেষ হাটা যেনো হয় আপনার হাত ধরে...। Paglapir bazar
পাগলাপীর সদর রংপুর। রংপুর,সদর উপজেলার পরিচিত একটি স্থান।ঢাকা-দিনাজপুর মহাসড়কের পাশে অবস্থিত।