Skip to main content

Posts

Showing posts with the label Post

আজকে পাগলাপীর বাজারে,একটি নির্দোষ শিশুকে নির্মমভাবে মাড়ধর করে বাইরের থানার পুলিশ সদস্যরা

১৮/০৩/২০১৯ইং পাগলাপীর_বাজার আজকে পাগলাপীর বাজারে,একটি নির্দোষ শিশুকে নির্মমভাবে মাড়ধর করে বাইরের থানার পুলিশ সদস্যরা।কেউ বাধা দিলে তাদের সাথেও চড়াও হয় ও মারধর করে, কনস্টেবলরা ও এস আই।। এই ঘটনায় এলাকার সবাই জড়ো হয়, সড়ক অবরোধ ও ফেইসবুকের মাধ্যমে প্রতিবাদে ফেটে পরে। পুলিশের এই নির্মম ব্যবহার একদম অনুচিত,এলাকাবাসী যত দ্রুত সম্ভব এই ন্যাক্কারজনক ও ঘৃনীত ঘটনার সুষ্ঠ বিচার চায়।।

অসাধারন একটি শিক্ষামূলক গল্প।

অসাধারন একটি শিক্ষামূলক গল্প। একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল ।😒 . . পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল 😊 . . যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত🙈 কিন্তু সে লাফ দেয় না, 🙊সে সহ্য করতে থাকে।😊 . . . আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়😞 তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার😒 কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার কাছে নাই,🙈🙉 পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায় ।😖😒 . . . এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ?? 🙊 . . . তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে।😒😊 . . . কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি👌👏 . . . সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে।😒😒 . . . . ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু🙈 আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বুঝতে হবে কখন সরে যাওয়া উচিত😊👏 অর্...

হৃদয় বিদারক

 হৃদয় বিদারক পাগলাপীর বাজার  স্কুল থেকে একটা সামাজিক অনুষ্ঠানে ছাত্রীদের বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল। ছবির এই মেয়েটি সেখানে তার দাদীমাকে খুঁজে পায়। ইতিপূর্বে বারংবার সে বাবা- মায়ের কাছে দাদীর বিষয়ে জানতে চেয়েছিল, তাকে জানানো হয় দাদীমা আত্মীয়দের বাড়ি গেছেন। এ কোন সমাজ গড়ে উঠেছে আমাদের চারপাশে......!!!! বৃদ্ধা শ্রম নয়,পরিবারই হোক বাবা মায়ের নিরাপদ আবাস। "বৃদ্ধা শ্রম যেনো কোনো বাবা মায়ের শেষ ঠিকানা না হয়"। আপনি জীবনের প্রথম হাটা শিখেছিলেন বাবা মায়ের হাতধরে..... তেমনি আপনার বাবা মার জীবনে শেষ হাটা যেনো হয় আপনার হাত ধরে...। Paglapir bazar