Skip to main content

Posts

আজকে পাগলাপীর বাজারে,একটি নির্দোষ শিশুকে নির্মমভাবে মাড়ধর করে বাইরের থানার পুলিশ সদস্যরা

১৮/০৩/২০১৯ইং পাগলাপীর_বাজার আজকে পাগলাপীর বাজারে,একটি নির্দোষ শিশুকে নির্মমভাবে মাড়ধর করে বাইরের থানার পুলিশ সদস্যরা।কেউ বাধা দিলে তাদের সাথেও চড়াও হয় ও মারধর করে, কনস্টেবলরা ও এস আই।। এই ঘটনায় এলাকার সবাই জড়ো হয়, সড়ক অবরোধ ও ফেইসবুকের মাধ্যমে প্রতিবাদে ফেটে পরে। পুলিশের এই নির্মম ব্যবহার একদম অনুচিত,এলাকাবাসী যত দ্রুত সম্ভব এই ন্যাক্কারজনক ও ঘৃনীত ঘটনার সুষ্ঠ বিচার চায়।।

পাগলাপীর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ৭/৩/২০১৯

পাগলাপীর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ৭/৩/২০১৯  পাগলাপীর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ৭/৩/২০১৯ ফেসবুক

রংপুর সদর কোতয়ালী থানা, পাগলাপীর Paglapir Kotoali রংপুর সদর কোতয়ালী থানা, পাগলাপীর Paglapir Kotoali thana

রংপুর সদর কোতয়ালী থানা, পাগলাপীর রংপুর সদর উপজেলা বাসীর প্রানের দাবী ছিল রংপুর সদর কোতয়ালী থানা। আলহামদুলিল্লাহ্ ..গতকাল ০৫–১২-২০১৮ইং হরিদেবপুর ইউনিয়ন পরিষদ ভবনে সদর কোতয়ালী থানা শুভ উদ্বোধন করেন রংপুর জেলা পুলিশ সুপার জনাব মিজানুর রহমান পিপিএম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার অগ্নি কন্যা সম্মানিত চেয়ারম্যান জনাব নাছিমা জামান ববি ও পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, আরও উপস্থিত ছিলেন হরিদেবপুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ ইকবাল হোসেন সহ চারটি ইউপির সম্মানিত চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান, মোঃ সোহেল রানা, ও মোছাঃ কল্পনা আকতার (সুলতানা) এবং ইউপির সকল সদস্য/সদস্যা ও চারটি ইউনিয়নের সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ। আপনারা দোয়া করবেন হরিদেবপুর ইউপি সহ চারটি ইউনিয়নকে মাদকমুক্ত, বাল্যবিবাহ, জুয়া প্রতিরোধে একটি আদর্শ সদর কোতয়ালী থানার শুরু হলো পথ চলা…. রংপুর সদর কোতয়ালী থানা, পাগলাপীর Paglapir Kotoali thana রংপুর সদর কোতয়ালী থানা, পাগলাপীর Paglapir Kotoali thana

Orbit Paglapir

Orbit Paglapir rangpur school Orbit Paglapir
level 0 -- the Computer is totally dumb. level 1 -- Computer is smarter (original version). level 2 -- You MAY win (only when you start). level 3 -- Computer NEVER lose.

অসাধারন একটি শিক্ষামূলক গল্প।

অসাধারন একটি শিক্ষামূলক গল্প। একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল ।😒 . . পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল 😊 . . যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত🙈 কিন্তু সে লাফ দেয় না, 🙊সে সহ্য করতে থাকে।😊 . . . আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়😞 তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার😒 কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার কাছে নাই,🙈🙉 পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায় ।😖😒 . . . এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ?? 🙊 . . . তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে।😒😊 . . . কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি👌👏 . . . সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে।😒😒 . . . . ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু🙈 আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বুঝতে হবে কখন সরে যাওয়া উচিত😊👏 অর্...

Rangpur City Photos আমাদের রংপুর

Paglapir Rangpur photo Paglapir Rangput photo Paglapir Rangput photo   Paglapir Rangput photo Paglapir Rangput photo Paglapir Rangput photo